
প্রকাশিত: Tue, Jan 3, 2023 3:24 PM আপডেট: Wed, Jul 2, 2025 1:14 PM
রুশ ঘাঁটিতে মার্কিন হিমার্স ক্ষেপণাস্ত্র ছুঁড়লো ইউক্রেন মস্কোর দাবি নিহত ৬৩, কিয়েভ বলছে ৪ শতাধিক
রাশিদুল ইসলাম: রাশিয়া বলেছে, ইউক্রেনের পূর্বাঞ্চলে তাদের নিয়ন্ত্রিত মাকিভকা এলাকায় অস্থায়ী একটি সেনাঘাঁটিতে ইউক্রেনীয় বাহিনীর গত শনিবারের হামলায় ৬৩ সেনা নিহত হয়েছেন। ওই হামলায় ৬টি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। এসব হিমার্স ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে দিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন বছরের প্রাক্কালে এ ঘটনাকে বড় ধরনের ক্ষতি বলে মনে করছে রাশিয়া। আরটি
ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কৌশলগত যোগাযোগ বিভাগ এর আগে বলেছে, ওই হামলায় প্রায় ৪০০ রুশ সেনা নিহত হয়েছেন। রুশ মন্ত্রণালয় বলেছে, হামলায় যুক্তরাষ্ট্রের সরবরাহ করা হিমার্স ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইউক্রেন। অস্থায়ী একটি সেনাশিবিরকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। ইউক্রেন থেকে স্বাধীন হয়ে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়া দোনবাস এলাকার মেকিয়েভকা শহরের একটি অস্থায়ী সেনা শিবিরে ইউক্রেন এই ক্ষেপণাস্ত্র হামলা চালায়। রুশ মন্ত্রণালয় জানিয়েছে, আমেরিকা থেকে সরবরাহ করা ছয়টি হিমার্স ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেন এই হামলা চালায় ইউক্রেন।
কিয়েভও হামলার দায় স্বীকার করেছে। তারা বলেছে, নববর্ষের আগের সন্ধ্যায় মাকিভকাতে এ হামলা হয়েছে। সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে প্রাণহানির সংখ্যা উল্লেখ করা হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে মস্কো এ পর্যন্ত তাদের প্রাণহানির যেসব সংখ্যা প্রকাশ করেছে, তার মধ্যে এটিই এক হামলায় সর্বোচ্চ মৃত্যুর ঘটনা।
ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এক বিবৃতিতে বলেছেন, তাদের বাহিনীই মাকিভকায় হামলা চালিয়েছে। বিবৃতিতে বলা হয়, শত্রুপক্ষের বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জামের ১০টির মতো ইউনিট ধ্বংস ও ক্ষতিগ্রস্ত করা হয়েছে। তবে মাকিভকাতে ঠিক কতজন নিহত হয়েছেন, সে সংখ্যা এখনো জেনারেল স্টাফ নিশ্চিত করেননি। তিনি বলেছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত

[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের

[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক

[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল

[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস

[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
